আপনারা যারা এসইও ( SEO ) নিয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের তাদের জন্য এসইও এর সবগুলো বিষয় ভালো ভাবে জানা প্রয়োজন। আজকের এই আর্টিকেলে আমি এসইও সম্পর্কে আপনাদের ব্যাসিক ধারণা দেব, কারণ কোন কিছু জানার আগে সেটার ব্যাসিকটা আগে জানা দরকার। ব্যাসিক বিষয়গুলো না জেনে কাজে নামলে আপনাদের বুঝতে কঠিন হবে। এই আর্টিকেলটি পড়ার পর আপনাদের এসইও এর প্রাথমিক বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি ধীরে ধীরে এডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
এসইও কি ( What is SEO )
এসইও হলো ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এর পূর্ণ রূপ হলো Search Engine Optimization বিভিন্ন সার্চ ইঞ্জিনে ( Google, Bing, Yahoo, Yandex) কোন ওয়েবসাইটের কন্টেন্টসমূহকে ( Article, Image, Audio, Video) অপ্টিমাইজ করার প্রক্রিয়াকেই এসইও বলে।
অর্থাৎ আপনি যখন গুগলে কোন কিছু লিখে সার্চ দেন তখন প্রথম পৃষ্ঠায় যেসকল ফলাফল দেখতে পান সেগুলো এসইও করে প্রথম পৃষ্ঠায় আনা হয়েছে। যে যতো ভালোভাবে এসইও করতে পারে তার ওয়েবপেজ ততো উপরে থাকে। এসইও করার জন্য সার্চ ইঞ্জিনগুলোর অ্যালগরিদম মেনে চলতে হয়।
এসইও এর ধাপ সমূহ ( Steps of SEO )
- অ্যানালাইসিস ( Analysis )
- অন-পেজ এসইও ( On-page SEO )
- টেকনিক্যাল এসইও ( Technical SEO )
- অফ-পেজ এসইও ( Off-page SEO )
অ্যানালাইসিস ( Analysis )
এসইও করার পূর্বে কয়েকটি বিষয় অ্যানালাইসিস করে নিতে হয়, সেগুলো হলো:
ওয়েবসাইট অডিট ( Website Audit )
ওয়েবসাইট অডিট বলতে বুঝায়, ওয়েবসাইটের ভেতরে এবং বাইরে পর্যবেক্ষণ করে দেখা যে কি কি সমস্যা আছে এবং সেগুলো কিভাবে সমাধান করতে হবে? এবং সমস্যাগুলোর কারণ এবং সমাধানের উপায় কোন ডকোমেন্ট অথবা শীটে লিপিবদ্ধ করা।
কিওয়ার্ড রিসার্চ ( Keyword Research )
এর পরের স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যে নিশ বা টপিক নিয়ে এসইও করতে চাচ্ছেন সেই নিশ সম্পর্কিত কিওয়ার্ডসমূহকে অ্যানালাইসিস করা। অর্থাৎ আপনার কিওয়ার্ডটির চাহিদা কেমন এবং সেটা র্যাংক করানো কঠিন নাকি সহজ হবে এইসব বিষয় নিয়ে রিসার্চ করা।
কম্পিটিটরস অ্যানালাইসিস ( Competitors Analysis)
আপনি যে কিওয়ার্ডটি রিসার্চ করে বের করলেন সেই কিওয়ার্ড ব্যবহার করে কোন কোন ওয়েবসাইটে টপ পজিশনে আছে সেই সব ওয়েবসাইট হলো আপনার কম্পিটিটর।
আপনার কম্পিটিটর কোন কোন কৌশল অবলম্বন করে তারা টপ পজিশনে যেতে পেরেছে সেটা অ্যানালাইসিস করে বের করার নামই হলো কম্পিটিটরস অ্যানালাইসিস। আপনি যদি তাদের রিপোর্ট দেখে তাদের চেয়ে ভালো ভাবে অপটিমাইজেশন করেন তাহলে আপনি তাদের অতিক্রম করে তাদের চেয়ে টপ পজিশনে যেতে পারবেন।
অন-পেজ এসইও ( On-page SEO )
ওয়েবসাইটের ভেতরে প্রত্যেকটি ওয়েপেজকে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম অনুযায়ী সাজানোর নামই হলো অন পেজ এসইও। এই কাজটি করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো:
- টাইটেল ( Title )
- ইউআরএল ( URL )
- মেটা ডেসক্রিপশন ( Meta Description )
- হেডিং ট্যাগ ( Heading Tag )
- ইমেজ অল্টারনেটিভ টেক্সট ( IMG ALT TEXT )
- ইন্টার্নাল লিংক ( Internal Link )
- ইক্সটার্নাল লিংক ( External Link )
- কিওয়ার্ড ডেনসিটি ( Keyword Density )
টেকনিক্যাল এসইও ( Technical SEO )
টেকনিক্যাল এসইও বলতে বুঝায় ওয়েবসাইটের টেকনিক্যাল জনিত সমস্যা সমূহের সমাধান করা। যেমন:
- ওয়েবসাইট স্ট্রাকচার ও ডিজাইন (Website structure and Design)
- পেজ লোডিং স্পীড (Page Loading speed)
- মোবাইল ইউজেবিলিটি (Mobile Usability)
- সাইটম্যাপ ও রোবট টেক্সট ফাইল ( Sitemap & Robots.txt file)
- এস এস এল সার্টিফিকেট (SSL certificate)
- ফিক্সড ব্রোকেন লিংক(Fixed broken link)
- Crawl এরর মুক্ত রাখা (Crawler error fixing)
- ইউ আর এল স্ট্রাকচার (URL structure)
- স্ট্রাকচার্ড ডেটা (Structured data)
- থিন কনটেন্ট (Thin content)
- ডুপ্লিকেট কনটেন্ট (Duplicate content)
- ক্যানোনিকাল ট্যাগ(Canonical tags)
- ৪০৪ পেজ এরর (404-page error)
- ৩০১ রিডাইরেক্ট (301 redirects)
অফ-পেজ এসইও ( Off-page SEO )
অফ পেজ এসইও বলতে বুঝায় ওয়েবসাইটের বাইরে থেকে এসইও করা। এটাকে আপনি লিংক বিল্ডিং অথবা ব্যাকলিংকিং ও বলতে পারেন। অর্থাৎ আপনার নিশ সম্পর্কিত ওয়েবসাইট সমূহে আপনার ওয়েবসাইটের লিংককে স্থাপন করা। এতে সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটের গুরুত্ব বাড়ে।
ব্যাক লিংক দুই প্রকার:
- ডো ফলো ব্যাকলিংক ( Do follow backlink )
- নো ফলো ব্যাকলিংক ( No follow )
ব্যাকলিংক কয়েক ধরনের হয়ে থাকে
- গেস্ট পোস্টিং ( Guest post k
- প্রোফাইল ব্যাকলিংক ( Profile Backlink )
- ডিরেক্টরি সাবমিশন ( Directory submission )
- ওয়েব টু . জিরো ইত্যাদি ( Web 2.0 )
আশাকরি এই আর্টিকেল পড়ার পর আপনাদের এসইও নিয়ে ব্যাসিক ধারণা পরিষ্কার হয়েছে। গভীর ভাবে এসইও জানতে চাইলে এই ব্লগের সাথে যুক্ত থাকুন। এতক্ষণ ধরে পড়ার জন্য ধন্যবাদ।