বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়ায় কঠিন ব্যাপার। আজকাল সবার হাতেই একটা করে মোবাইল আছেই। প্রযুক্তির কল্যাণে এখন সব কিছু হাতের মুঠোয় এসে গেছে। ইন্টারনেটের সহজলভ্যতায় ঘরে বসেই বিশ্বের সব খবরাখবর নেওয়া যায়। ইন্টারনেট জগতে অসংখ্য ওয়েবসাইট আছে, তবে সব ওয়েবসাইট ই যে মানুষের উপকার করে এমন নয়, কিছু ওয়েবসাইট আছে যা মানুষের জন্য ক্ষতিকর।
যুব সমাজের বৃহৎ একটা অংশ আজ ধ্বংসের পথে, মাদকের নেশার মতো তারা মত্ত হয়েছে পর্নোগ্রাফিতে। মাদকদ্রব্য পাওয়া তবুও কঠিন বিষয় কিন্তু হাতে একটা মোবাইল ও ইন্টারনেট কানেকশন থাকলে অনায়েসেই খারাপ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়, যা আমাদের কখনোই উচিত নয়।
আজকের এই লেখায় আমি আপনাদের শেখাব কিভাবে মোবাইল থেকে সকল খারাপ ওয়েবসাইট বন্ধ করবেন, সকল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এই ট্রিকস জানা বিশেষ প্রয়োজন, কারণ এই ট্রিকস জানা থাকলে আপনারা আপনাদের প্রিয়জন, ছেলে-মেয়ে, ছোট ভাই-বোন এবং বন্ধুদের মোবাইলে খারাপ ওয়েবসাইট ব্লক করতে পারবেন। যার ফলে তারা অনেক বড় পাপ ও ক্ষতির হাত থেকে বেঁচে যাবে।
আরো পড়ুন :
- ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন?
- স্যোশাল মিডিয়া মার্কেটিং কি এবং কিভাবে শিখবেন?
- ইমেইল মার্কেটিং কি? কিভাবে ইমেইল মার্কেটিং শিখে আয় করবেন?
- কিভাবে ভালো কন্টেন্ট রাইটার হওয়া যায়?
- ব্লগিং করে ইনকাম করার উপায়
যে মোবাইলে খারাপ ওয়েবসাইট ব্লক করবেন সেই মোবাইলের Settings এ চলে যাবেন,
এরপর সেখান থেকে Network Connection এ যাবেন
এরপর সেখানে গিয়ে Private DNS নামে একটি অপশন খুঁজে বের করবেন,
সেটি খুঁজে বের করার পর সেখানে প্রবেশ করবেন Private DNS Provider Hostname করে সেখানে adult-filter-dns.cleanbrowsing.org এই লেখাটি সেভ করে দিবেন, তাহলেই মোবাইল থেকে সকল খারাপ ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে।
আপনি যে মোবাইলে এই কাজটি করবেন সেই মোবাইলের সেটিংস অন্যরকমও থাকতে পারে, সেক্ষেত্রে এভাবে আপনার Private DNS অপশনটি খুঁজে পেতে অসুবিধা হতে পারে, কিন্তু চিন্তা করার কিছু নেই, সব অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংসেই সবার উপরে Search Settings নামে একটি অপশন থাকে ঠিক এরকম।
সেখানে গিয়ে আপনি এভাবে Private DNS লিখে সার্চ দিলেই অপশনটি পেয়ে যাবেন।
মোবাইল ফোনে এভাবে এটি চালু করার পর ওই মোবাইলের ব্রাউজারে কোন খারাপ ছবি, ভিডিও, আর্টিকেল ও ওয়েবসাইট দেখা যাবে না ফলে পর্ণোগ্রাফি দেখার মতো জঘন্য কাজ থেকে বিরত থাকা যাবে।