অবসর সময়ে আমরা সবাই কম বেশি সবাই সিনেমা দেখি। বাংলা মুভির পাশাপাশি অনেকেই হিন্দি, কোরিয়ান, জাপানিজ, চায়নিজ ও হলিউডের বিখ্যাত মুভিগুলো দেখতে পছন্দ করেন। কিন্তু আমরা বাংলা ছাড়া অন্য কোন মুভি দেখলে মুভির ভাষাগুলো বুঝতে পারি না, ফলে আমরা ডাবিং করা মুভি দেখি তবে ডাবিং করা মুভি সব সময় পাওয়া যায় না। যে কারণে আমাদের ডাবিং ছাড়াই মুভি দেখতে হয়, কিন্তু যদি আমরা সাবটাইটেল ব্যবহার করে মুভি দেখেন তাহলে মুভির ভাষা বুঝতে আমাদের কোন সমস্যা হয় না, এই লেখায় আপনাদের শেখাবো কিভাবে আপনারা খুব সহজেই যেকোন বিদেশি মুভি ডাউনলোড ও সাবটাইটেল যুক্ত করবেন।
সিনেমা সংগ্রহ : নিচের ওয়েবসাইটগুলো থেকে আপনারা সব ধরনের সিনেমা নামাতে পারবেন।
উদাহরণস্বরূপ movie zilla থেকে Se7en মুভিটি নামিয়ে দেখাবো। এজন্য আমি সাইটটিতে প্রবেশ করব,
এরপর সার্চ বক্সে Se7en লিখে সার্চ করব।
এরপর এখানে ক্লিক করব।
তারপর লাল তির চিহ্ন যুক্ত লেখায় প্রবেশ করব।
এখন লাল লিংকগুলোর লেখাগুলোর যে কোন একটাতে ক্লিক করব।
এরপর নামানোর অপশন পাবো।
সাবটাইটেল সংগ্রহ : এই ওয়েবসাইটগুলো থেকে বড় বাংলা সাবটাইটেল নামাাতে পারেন।
আমি এখন নামানো মুভিটির সাবটাইটেল নামিয়ে করে দেখাবো :
প্রথমেই আমি এই ওয়েবসাইটে যাবো এবং এখানে সার্চ বক্সে মুভির নাম লিখে সার্চ দেবো
এরপর মুভিতে ক্লিক করব।
তারপর এই সাবটাইটেল লেখায় ক্লিক করব।
এরপর লাল তির চিহ্ন এ ক্লিক করতে হবে।
এরপর আমরা এটা নামাতে পারব।
এখন গুগল প্লে স্টোর থেকে ZArchiver অ্যাপসটি ইনস্টল করে সাবটাইটেলের জিপ ফাইলটি এক্সটার্ট করব।
এক্সটার্ট করার জন্য এই ভিডিওটি দেখুন :
এই কাজটি সম্পন্ন হওয়ার পরএরপর আমাদের সাবটাইটেল থেকে পাওয়া srt ফাইলটি একই ফোল্ডারে রেখে rename করে একই নামে সেভ করতে হবে।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে বিদেশি মুভি নামানো ও বাংলা সাবটাইটেল যুক্ত করতে হয়। কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।